ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।