Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

আলী যাকেরের জন্মদিনে ‘রাঙা সকাল’-এ সারা যাকের

বিনোদন ডেস্ক

আলী যাকেরের জন্মদিনে ‘রাঙা সকাল’-এ সারা যাকের

গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।

আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা