Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

নতুন অভিনয়শিল্পীর খোঁজে ‘দীপ্ত স্টার হান্ট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন অভিনয়শিল্পীর খোঁজে ‘দীপ্ত স্টার হান্ট’
সংবাদ সম্মেলনে কথা বলছেন তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা পাবেন দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড় পর্দায় কাজের সুযোগ।

গতকাল দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শো নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানিয়েছেন, ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ জানুয়ারি থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে। এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই আয়োজনে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। তাঁর সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।

দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত
দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা, তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান প্রমুখ।

‘ইত্যাদি’র নাচের মঞ্চে সাফা, সাদিয়া, মাহি ও পারসা

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা

রোজার ঈদে ইয়াশ-তটিনীর ‘বউয়ের বিয়ে’

ঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী

পায়েল ও মারিয়াকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্পে জোভান

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব