হোম > বিনোদন > টেলিভিশন

সেরা ১১ জনকে খুঁজে পেল ‘স্টার সার্চ’

দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।

টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম। 

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত