ইউটিউবে-ফেসবুকে এ ধরনের ভিডিও এখন বেশ জনপ্রিয়। একই জন ভিন্ন কয়েকটি চরিত্রের গেটআপে হাজির হয়ে অভিনয় করেন। গতকাল বিদ্যা সিনহা মিমও এমন একটি কাজ করলেন। নতুন বিজ্ঞাপনে একইসঙ্গে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা—তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
রনি ভৌমিকের নির্দেশনায় সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। মিম বলেন, ‘এর আগে নাটক ও বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। তবে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা এই প্রথম। এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনটির শুটিং করতে গিয়ে।’