Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে

নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।

মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’

বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে মাহাদিয়া ও নামিরাবিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা