Ajker Patrika
হোম > পরিবেশ

কাদাপানির কারণে আহত হাতিটির কাছে যেতে পারছে না উদ্ধারকারী যান, চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাদাপানির কারণে আহত হাতিটির কাছে যেতে পারছে না উদ্ধারকারী যান, চলছে চিকিৎসা

রেললাইনে ট্রেনে আঘাত পাওয়া বন্য হাতিটির কাছাকাছি কোনো যানবাহন যেতে পারছে না। তবে সুচিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার রাতে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান।

তিনি জানান, আশপাশে মাটি নরম থাকায় কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা–কক্সবাজার রেললাইনে আঘাতপ্রাপ্ত মাদি হাতিটিকে উদ্ধারে কোনো যানবাহন যেতে পারছে না।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধর। তাঁর পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার, তাঁর সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি এবং টানা বর্ষণে সেখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী

চীনা বিনিয়োগে সৌদি আরবে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বায়ুমানে আরও কিছুটা উন্নতি, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে দিল্লি

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বন্ধ

বিশ্বের দূষিততম শহর ভারতের বার্নিহাট, বাড়ছে ত্বক ও শ্বাসকষ্টের রোগী

আজ ঢাকার বাতাসে দূষণ কমেছে, শীর্ষে দিল্লি

দুপুরের আগেই ঢাকাসহ ২০ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত