সাতক্ষীরার শ্যামনগরে বাঘের ধাওয়ায় লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের একটি চিত্রল হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ।
স্থানীয় গ্রামবাসী ও সিপিজি সদস্যদের সহায়তায় আজ শুক্রবার দুপুরের দিকে বনকর্মীরা উপজেলার খুলিশাবুনিয়া গ্রাম থেকে হরিণটিকে উদ্ধার করে।
এর আগে শুক্রবার সকালে পাশের খোলপেটুয়া নদী সাঁতরে ওই হরিণ দ্বীপ ইউনিয়ন গাবুরায় ঢুকে পড়ে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন শুক্রবার সকালে নদী সাঁতরে ওই হরিণকে লোকালয়ে প্রবেশ করতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলামের নেতৃত্বে দীর্ঘক্ষণ চেষ্টার পর অক্ষত অবস্থায় তাকে আটক করা হয়।
বন বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য হরিণসহ নানা পশু-পাখি। মাঝেমধ্যে বাঘের শিকার থেকে নিজেদের রক্ষার জন্য হরিণ ও শূকর লোকালয়ে চলে আসে। উদ্ধারের পর সুন্দরবনের নিরাপদ একটি স্থানে ওই হরিণকে অবমুক্ত করা হয়েছে।