Ajker Patrika
হোম > পরিবেশ

বুধ ও বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

বুধ ও বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে

ঢাকা: আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বজ্রসহ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

আজ মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের কিছু কিছু জেলাতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশংকা আছে। কোন কোন এলাকাতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দেশের কোথাও দাবদাহ থাকবে না।’

যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশী আশংকা রয়েছে চট্টগাম অঞ্চলে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোনও জেলাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী শুক্রবারের আগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, গত মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মিলি মিটার।

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া

আজ দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের শহর ঢাকা, শীর্ষে উঠে এল বেইজিং