Ajker Patrika
হোম > পরিবেশ

রামুতে লোকালয়ে হাতির পাল, আহত ৫ বনকর্মী

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামুতে লোকালয়ে হাতির পাল, আহত ৫ বনকর্মী

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানের ছড়া রেঞ্জের চেনছড়ি বন এলাকায় বন্য হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে চলে আসে। বনে ফেরাতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মী। 

শনিবার সকাল ১১টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেনছড়ি বনতলা থেকে একটু দূরে এ ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান টগর এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় আহতরা হলেন, বন কর্মীদের মধ্যে বন বিভাগের আউট সোর্সিং কর্মচারী সাইদুল ইসলাম, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাপ্পি ও পানের ছড়া বনবিট কর্মকর্তা মো. সোহেল রানা। 

ঘটনার পর আহত পাঁচজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে স্থায়ী বাসিন্দা বাপ্পির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পানের ছড়া বনবিট কর্মকর্তা সোহেল রানা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাবকসহ ১৪টি হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। 

উল্লেখ্য, গেল কয়েক মাস ধরে রামু উপজেলার চেইন্দা, বনতলা, চেনছড়িসহ আশপাশের এলাকায় লোকালয়ে হাতির পাল ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে মানুষ আর হাতির মধ্যে সংঘাতের ঘটনা ঘটেই চলছে। 

আজও সর্বোচ্চ বায়ুদূষণের শহর লাহোর, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

গরম বাড়তে পারে, আবার বৃষ্টিরও আভাস

ঢাকায় বাতাসের উন্নতি, শীর্ষে লাহোর

ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি