Ajker Patrika
হোম > পরিবেশ

মানুষের ফেলা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করছে বাঘের বাচ্চা

অনলাইন ডেস্ক

মানুষের ফেলা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করছে বাঘের বাচ্চা

ক্রমাগত পরিবেশকে দূষিত করছি আমরা। নিজেদের চারপাশের পরিবেশের বারোটা বাজিয়ে এখন আমাদের এই দূষণ ছড়িয়ে পড়ছে বন্যপ্রাণীদের আবাসস্থলে। বিশেষ করে প্লাস্টিকের ভূমিকা এ ক্ষেত্র সবচেয়ে বেশি, যা এসব প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। 

তবে বিষয়টি অন্য মাত্রায় চলে যায় যখন একটি অল্প বয়স্ক বাঘকে জলের গর্ত থেকে একটি প্লাস্টিকের বোতল তুলতে দেখা যায়। আপাতদৃষ্টিতে কিছু মানুষ এই এলাকা ভ্রমণ করে যাওয়ার পর আবর্জনা পরিষ্কার করছে প্রাণীটি।

বাঘের শাবকটির মা ভানুসখিন্দি নামের এক বাঘিনী। আর আশ্চর্য এ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের তাদোবা-আন্ধারি টাইগার রিজার্ভে। গোটা বিষয়টি জানা যায় একটি ভিডিওর মাধ্যমে।

টুইটারে (বর্তমান এক্স) ভিডিওটি শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দা। আর এটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থলের ওপর বর্জ্যদূষণের বিষয়টি তুলে ধরেছেন সবাই। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

এটি তাদোবা-আন্ধারি রিজার্ভে ঘটা গত বছরের সেপ্টেম্বরে একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়।

তখন অন্য একটি বাঘের শাবককে একটি ফেলে দেওয়া গামবুট নিয়ে খেলা করতে দেখা যায়। এটি সংরক্ষিত এলাকায় রাবার এবং প্লাস্টিকের দূষণকারীর ব্যাপক উপস্থিতি সম্পর্কে বন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বন্যপ্রাণীদের মানব বর্জ্যের মুখোমুখি হওয়া এ ধরনের দৃশ্য প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। সেই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বন্যপ্রাণীর আবাসস্থল এবং জীববৈচিত্র্যের ওপর মানুষের কর্মকাণ্ডের প্রতিকূল প্রভাব কমাতে বর্জ্য হ্রাস এবং আমাদের নিজেদের সচেতনতা জরুরি।

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া

আজ দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের শহর ঢাকা, শীর্ষে উঠে এল বেইজিং

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্নতায় মানুষ ও প্রকৃতি

পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি