Ajker Patrika
হোম > পরিবেশ

ঢাকার বায়ু মানে উন্নতি, আজ অবস্থান পিছিয়ে ৩৭তম

অনলাইন ডেস্ক

ঢাকার বায়ু মানে উন্নতি, আজ অবস্থান পিছিয়ে ৩৭তম
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের হিসাবে আজ সকালে ঢাকার মানুষের জন্য ভালো খবর রয়েছে। দীর্ঘদিন পর ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেক কমেছে। দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে ৩৭-এ গিয়ে ঠেকেছে। অন্যদিকে দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে আজও বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, ভিয়েতনাম, বসনিয়া হার্জেগোভিনা।

আজ রোববার সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৭২৫। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ২৬০, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থানে চিনের বেইজিং শহর। আজ সকালে এর দূষণ স্কোর ছিল ২১৪। দূষণের পরিমাপকের হিসাবে স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সে অনুযায়ী এই শহরের বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই শহর। ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহর।

সকাল ৬টায় বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ৮৬। এই স্কোর অনুযায়ী বাতাসের মান ভালো না হলেও সহনীয় মাত্রায়।

মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মধুপুর শালবনের ১৫০ একরে শালগাছ রোপণ করবে বন বিভাগ

২০২৫ সালের মধ্যে বায়ুদূষণ সহনীয় মাত্রায় আনবে চীন

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকার বাতাসে দূষণ আজ আবার বেড়েছে, শীর্ষে দিল্লি

আজ ঢাকার বাতাসে কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে লাহোর

বৃষ্টিতেও কমেনি দূষণ, আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বসন্তের প্রথম বৃষ্টিতে শীতের আবহ

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কাল আরও বড় পরিবর্তন

উত্তরবঙ্গে দ্রুত বদলে যাচ্ছে ভূগর্ভস্থ পানির প্রবাহপথ, বাড়বে খরার তীব্রতা: গবেষণা

আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত