কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে অনেক মৃত জেলিফিশ। গত এক সপ্তাহ ধরে সৈকতের তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মিলছে। সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। মরা জেলিফিশের পচা দুর্গন্ধে নাকাল পর্যটকসহ স্থানীয়রা। তবে আগামী ১৫ দিনের মধ্যে সাগরে এ জেলিফিশের সংখ্যা কমে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
বরিশাল থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক নাবিল আহমেদ বলেন, জেলিফিশগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো পরিষ্কার না করলে একদিকে পরিবেশ বিপর্যয় ঘটবে, অপরদিকে পর্যটকেরা ভোগান্তির শিকার হবে।
বঙ্গোপসাগরে মাছ শিকারি পঞ্চাশোর্ধ্ব আলীপুরের জেলে মোতালেব মিয়া বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশ বেড়েছে। জাল ফেললেও মাছের পরিবর্তে জেলিফিশ উঠে আসছে। এগুলোকে আমরা নোনা বলি। নোনা গায়ে লাগলে চুলকানিসহ বিভিন্ন রোগ হয়। তাই আমরা আপাতত মাছ ধরা বন্ধ রেখেছি।’
কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, গত বছরও সৈকতে মৃত জেলিফিশ ভেসে এসেছিল। তবে এ বছরে পরিমাণ অনেক বেশি। এগুলো ভেসে এসে পচতে শুরু করেছে। তখন প্রচুর দুর্গন্ধ আসে। বর্তমানে সাগর পাড়ে জেলিফিশের দুর্গন্ধে নাকাল পর্যটক ও স্থানীয়রা।
তিনি আরও বলেন, অক্সিজেন বাড়লে এবং তাপমাত্রা কমলে হয়তো আগামী ১৫ দিনের মধ্যে জেলিফিশের পরিমাণ কমতে পারে।