২০২৩ সালের সবচেয়ে গরম দিন পার করেছে ব্রিটিশরা। গত বৃহস্পতিবার ব্রিটেনে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বোচ্চ।
যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল শনিবার টানা ষষ্ঠবারের মতো তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। এটি চলতি বছরে এ সময়ের গড় তাপমাত্রার চেয়ে অনেক বেশি।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার লন্ডন কিউ গার্ডেনে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (৯১ দশমিক ৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে চলতি বছরের জুন মাস ছিল এ দেশে সবচেয়ে উষ্ণতম মাস। এরপর জুলাইয়ে বর্ষা দেখা দিলেও আগস্টে আবার বৃষ্টির সঙ্গে উচ্চ তাপমাত্রা দেখা দিয়েছে।
২০২২ সালের জুলাইয়ে প্রথম ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে ব্রিটেনে সর্বোচ্চ গরম দিন রেকর্ড করা হয়।
১৮৮৪ সালের পর ব্রিটেন এবার অষ্টম উষ্ণতম গ্রীষ্ম পার করেছে।