নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯) কভার করতে আজারবাইজানে আসা পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে আন্তঃদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
মূলত জলবায়ু সম্পর্কিত তথ্য বিনিময় ও প্রচার, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জিসিএমএন গঠিত হয়েছে। এটি একটি স্বাধীন এবং অলাভজনক সংস্থা হিসেবে কাজ করবে।
জিসিএমএন এর আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-মো. শামীম জাহাঙ্গীর (জাস্ট এনার্জি নিউজ, বাংলাদেশ), মোহাম্মদ আজিজুর রহমান (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ), ডেইনেল বারবোন (ইমপ্রোন্টাজিরো, ইতালি), পাহাড়িকা (সিএনবিসি, ইন্দোনেশিয়া), কেইতারো (আসাহি শিম্বুন, জাপান), আরিফুজ্জামান মামুন (আমাদের সময়, বাংলাদেশ), ইব্রাহিম খলিলুল্লাহ (সিএনএন একাডেমি, বাংলাদেশ), রাকিব মাহমুদ (এখন টিভি, বাংলাদেশ), মুকেশ পোখরেল (ফ্রিল্যান্স সাংবাদিক, নেপাল)।
জিসিএমএন ন্যায়সঙ্গতভাবে একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বিশ্ব নাগরিকদের মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, খরা, বন উজাড় ইত্যাদিসহ জলবায়ু ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করবে।