হোম > পরিবেশ

উলিপুরে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। রোববার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুর ইসলাম রাজুর বাড়িসংলগ্ন মাঠ থেকে শকুনটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে শকুনটিকে হস্তান্তর করা হয়। 

উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম রাজুর বাড়িসংলগ্ন মাঠে রোববার বিকেলে একটি শকুন উড়ে আসে। পরে স্থানীয় নুর আলম (৩৫), মিনাল চন্দ্র বর্মণ (৪০), আব্দুল কাদের (৫০), সোলায়মান হক (২২), নুর জামালসহ (৩৭) কয়েকজন মিলে শকুনটিকে ধরে শফিকুল ইসলাম রাজুর বাড়ির উঠানে পায়ে দড়ি বেঁধে আটকে রাখে।

তাঁরা জানান, শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) ৯ ফুট, ওজন প্রায় সাড়ে ৬ কেজি। তাঁদের ধারণা শকুনটি কিছুটা অসুস্থ। তবে দুইটি মুরগির বাচ্চা খেতে দেওয়া হলে শকুনটি তা খেয়ে নেয়। তাঁদের ধারণা শকুনটি প্রতিবেশী দেশ ভারত থেকে আসতে পারে। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করেন। 

ওই এলাকার নুরুল ইসলাম (৬৮) ও সফিকুল ইসলাম (৬৫) জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে এলাকায় শকুন দেখা যায় না। আগে অনেক শকুন দেখা যেত। তখন গরু মারা গেলে খোলা মাঠে বা বাঁশঝাড়ে ফেলে রাখা হতো। তখন শকুনেরা দল বেঁধে মৃত গরু খেতে আসত। কিন্তু গত ২৫-৩০ বছর থেকে শকুনের দেখা আর মেলে না। 

উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, শকুন উদ্ধার করা হয়েছে। প্রাণীটি কিছুটা অসুস্থ। তাকে সুস্থ করার পর অবমুক্ত করা হবে। যাতে তার আপন ঠিকানায় যেতে পারে।

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

সেকশন