Ajker Patrika
হোম > পরিবেশ

নীলফামারীতে মুরগির খামারে চিতা বাঘের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মুরগির খামারে চিতা বাঘের মৃত্যু

নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ভোরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা মৃত বাঘটিকে উদ্ধার করেন। মৃত্যুর পর চিতা বাঘটিকে নিয়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে উল্লাস করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দলপাড়া গ্রামের অলিয়ার রহমান একজন মুরগি ব্যবসায়ী। তাঁর খামারে প্রায়ই কোনো না কোনো প্রাণী ঢুকে খামারের মুরগি খেয়ে ফেলে। এ কারণে তিনি অতিষ্ঠ হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। আজ শুক্রবার ভোররাতে খামারের ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।

খামারি অলিয়ার রহমান বলেন, ‘আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পেছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ পড়ে আছে।’

জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, ‘এটি একটি লেপার্ড। ভারতীয় হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘এটি বন বিভাগের বিষয়। তাঁরা কী পদক্ষেপ নেবেন, আমাদের জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে