অনলাইন ডেস্ক
ঢাকার বাতাসে দূষণ তুলনামূলক বেড়েছে। গত কয়েক দিনের অবস্থা খানিকটা ভালো থাকলেও আজকে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকালের পরিমাপ ঢাকার বায়ুদূষণের স্কোর ১৫৭ এবং দূষণের তালিকায় অবস্থান শীর্ষ আট এ।
অন্যদিকে সপ্তাহেরও বেশি সময়ে গুরুতর অবস্থা না কাটলেও বাতাসের খানিকটা উন্নতি হয়েছে পাকিস্তানের লাহোরের। আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভিয়েতনাম ও কাতার।
আজ বুধবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টার হিসাব অনুযায়ী—বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৭০৯। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা গুরুতর পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস গুরুতর পর্যায়ে রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং ফরিদাবাদের আশপাশের অঞ্চলগুলোতে ধুলার ভারী আস্তরণে ঢেকে গিয়েছিল। গত দুই সপ্তাহ ধরে দিল্লিতে বায়ুর অবস্থা ‘খুবই অস্বাস্থ্যকর’ থেকে আজ ‘গুরুতর’ অবস্থায় রয়েছে।
বায়ুদূষণের এমন পরিস্থিতির কারণে রাজধানীর চিহ্নিত রাস্তাগুলোতে যান্ত্রিক ঝাড়ু, পানি ছিটানো, বিভিন্ন নির্মাণাধীন ও বিধ্বস্ত ভবন বা স্থানগুলোতে ধুলা নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির সরকার।
সপ্তাহেরও বেশি সময়ের পর দ্বিতীয় অবস্থানে নেমেছে পাকিস্তানের লাহোর। আজ এই শহরের দূষণ স্কোর ৪২৫, অর্থাৎ সেখানকার বাতাসে দূষণ খানিকটা কমলেও এখনো দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হানোই শহর আজ সকালে এর দূষণ স্কোর ছিল ১৯৩। পরিমাপক অনুযায়ী ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইজিপটের কায়রো শহর। সে হিসেবে এই শহরের বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর।
মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা গুরুতর বলে বিবেচিত হয়।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা এবং গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।