হোম > পরিবেশ

চরম উচ্চ তাপমাত্রা: আর্জেন্টিনায় পানি মিলছে কম, খরায় হুমকিতে কৃষি

অনলাইন ডেস্ক

অতি উচ্চ তাপমাত্রার প্রভাবে রেকর্ড খরার কারণে চরম ক্ষতির সম্মুখীন আর্জেন্টিনার কৃষি খাত। আর এ জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে এমনটা জানিয়েছে গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)।

গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলেন, বিশ্লেষণে দেখা গেছে জলবায়ু পরিবর্তন সরাসরি বৃষ্টিপাত হ্রাস না করলেও উচ্চ তাপমাত্রায় প্রভাব ফেলে। যা খরার প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। আর জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবে গত বছর থেকে দক্ষিণ আমেরিকার দেশটিতে পানি সংকট দেখা দিয়েছে। ফলে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

সয়াবিন তেল ও সয়া খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া ভুট্টা উৎপাদনে ৩ নম্বরে রয়েছে দেশটি। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন আর্জেন্টিনার সয়া, ভুট্টা এবং গম খেতকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। খরার কবলে পড়েছে এর প্রতিবেশী দেশ উরুগুয়েও।

ডব্লিউডব্লিউএ’র বিজ্ঞানীরা বলছেন, উচ্চ তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নেরই ফসল। আর জলবায়ু পরিবর্তনের কারণেই দক্ষিণ আমেরিকার এ অঞ্চলটি তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে।

গত সপ্তাহেই আর্জেন্টিনার বেশির ভাগ কৃষি এলাকা নতুন দাবদাহের শিকার হয় যা বেশ কয়েক দিন স্থায়ী ছিল এবং বৃষ্টিপাতও আশঙ্কাজনক হারে কমে যায়। জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারিতে এসব অঞ্চলে তীব্রভাবে পানির সংকট দেখা দেয়।

ডব্লিউডব্লিউএ বলছে, ২০২২ সালের শেষ দিকে এই অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্যও দায়ী জলবায়ু পরিবর্তন। আর এর প্রভাবেই পানির সহজলভ্যতা হ্রাস এবং খরা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। তবে এই প্রভাব ঠিক কতটা তা পরিমাপ করতে পারেননি বিজ্ঞানীরা।

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

দাবানলের জন্য জলবায়ু পরিবর্তন কতটা দায়ী

সেকশন