আগস্টের শেষে সাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবারের মতো ভয়াবহ বন্যায় বিধ্বস্ত জনপদ। চলতি সেপ্টেম্বরে বন্যসহ সারা দেশে বেশ কয়েকটি বজ্রসহ ঝড়ের দীর্ঘমেয়াদি বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে আজ ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে—সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ১ সেপ্টেম্বর (রোববার) আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় চলতি মাসের আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে; বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
দেশের নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে। দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।