Ajker Patrika
হোম > পরিবেশ

আমাজন রক্ষায় আট দেশের নতুন জোট গঠন

আমাজন রক্ষায় আট দেশের নতুন জোট গঠন

‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত বিশ্বের বৃহত্তম বনভূমি আমাজনকে রক্ষা করতে জোট বেধেছে দক্ষিণ আমেরিকার ৮টি দেশ। গত বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার ব্রাজিলে আমাজন কো-অপারেশন ট্রিটি অর্গানাইজেশনের (এসিটিও) সম্মেলন হয়। সম্মেলনে আমাজন রক্ষার ঘোষণাপত্রে স্বাক্ষর করে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলা।  

ব্রাজিলের পারা রাজ্যের রাজধানী ও আমাজন নদীর উৎসমুখে অবস্থিত বেলেম শহরে এক সম্মেলনে বসে এসব দেশ। দুই দিনের এই শীর্ষ সম্মেলনে বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্টকে ধ্বংস হওয়া থেকে রক্ষার প্রতিশ্রুতি নেন জোটের আট সদস্য দেশের নেতারা। 

যদিও বন উজাড় বন্ধ করার জন্য একক কোনো লক্ষ্যে সম্মত হতে পারেনি দেশগুলো। তবে বন উজাড় বন্ধে নিজ নিজ লক্ষ্য ও পদক্ষেপ অনুসরণ করবে তারা। 

আমাজন রক্ষায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই সম্মেলনকে একটি ‘নতুন ও উচ্চাভিলাষী এজেন্ডা বণ্টন’ হিসেবে দেখছে আয়োজক দেশ ব্রাজিল। টেকসই উন্নয়ন, বন উজাড় বন্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। 

তবে ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধে ব্রাজিলের প্রতিশ্রুতি এবং নতুন তেল অনুসন্ধান বন্ধে কলম্বিয়ার অঙ্গীকারের সঙ্গে একমত হতে পারেনি অন্যান্য দেশগুলো। এ ছাড়া পরিবেশবাদী ও আদিবাসী গোষ্ঠীগুলোর মূল দাবির সঙ্গেও একমত হতে পারেনি জোটের সব দেশ। ফলে আমাজন রক্ষায় নিজ নিজ লক্ষ্য ও পদক্ষেপ অনুযায়ী কাজ করবে তারা। 

ব্রাজিলের পরিবেশগত অবস্থানের উন্নতির জন্য আন্তর্জাতিক খ্যাতি পাওয়া প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধে একটি সাধারণ নীতির পেছনে এই অঞ্চলকে একত্রিত করার জন্য জোর দিয়েছিলেন। 

অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একটি ‘মার্শাল প্ল্যান’ কৌশলের আহ্বান জানান, যাতে জলবায়ু রক্ষার জন্য পদক্ষেপের বিনিময়ে উন্নয়নশীল দেশগুলির ঋণ বাতিল করা হয়। 

পৃথিবীর জীববৈচিত্র্যের আনুমানিক ১০ শতাংশ রয়েছে আমাজনে। ৫০ মিলিয়ন মানুষ ও কয়েক বিলিয়ন গাছের আবাসস্থল আমাজন কার্বন শোষণের সবচেয়ে বড় জায়গা। এটি বৈশ্বিক উষ্ণতা কমাতেও প্রচুর অবদান রাখছে। 

পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই বন ধ্বংস ঠেকানো না গেলে ২০৫০ সালের মধ্যে বনাঞ্চলটি হয়তো বিলীন হয়ে যাবে। যা ডেকে আনবে মারাত্মক জলবায়ু বিপর্যয়।

৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী

চীনা বিনিয়োগে সৌদি আরবে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বায়ুমানে আরও কিছুটা উন্নতি, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে দিল্লি

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বন্ধ

বিশ্বের দূষিততম শহর ভারতের বার্নিহাট, বাড়ছে ত্বক ও শ্বাসকষ্টের রোগী

আজ ঢাকার বাতাসে দূষণ কমেছে, শীর্ষে দিল্লি

দুপুরের আগেই ঢাকাসহ ২০ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত