হোম > পরিবেশ

আষাঢ়ের বর্ষণ থাকবে আরও কয়েক দিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকায় আষাঢ়ের বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ভারতের উপকূলে গিয়ে দুর্বল হয়ে গেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল আছে।

আজ বুধবার আবহাওয়াবিদ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার আষাঢ়ের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হয়েছে। ঢাকাসহ সারা দেশের এই বৃষ্টি আগামী এক সপ্তাহ থাকবে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সমুদ্র এখনো স্বাভাবিক নয়। সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। নদীবন্দরগুলোতেও বলবৎ রাখা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হবে। ঢাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সাগর অস্থির থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে।

বৃষ্টি থাকায় সারা দেশে তাপমাত্রা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিলো রংপুর ও সৈয়দপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিলো ফেনীতে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া সহকারী ফরমান আলী জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৯৩ মিলিমিটার। বিভাগ হিসেবে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে ২৫ মিলিমিটার। বুধবার বৃষ্টি হয়নি ময়মনসিংহ বিভাগে। কম হয়েছে রংপুরে ১ মিলিমিটার, খুলনায় ২ মিলিমিটার।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 'মাঝারি ধরনের ভারী' থেকে ভারী বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা কমতে পারে আজ, শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া দপ্তর

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

সেকশন