হোম > পরিবেশ

রিমালের ক্ষত: সুন্দরবনে ৪ দিনে ১১৭ প্রাণীর মৃতদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে আরও ১৫টি মৃত হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। এদিকে সুন্দরবন থেকে জীবিত হরিণ লোকালয়ে আসতে শুরু করেছে বলে জানা গেছে। 

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, গত মঙ্গলবার থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন তারা মৃত অবস্থায় হরিণ উদ্ধার করছে। আজ শুক্রবারও বনের বিভিন্ন এলাকা থেকে তাঁরা ১৫টি মৃত হরিণ উদ্ধার করে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহ অনেকাংশে পচে গেছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার পর্যন্ত তারা ১১১টি মৃত হরিণ,৫টি বন্য শূকর, এবং একটি অজগর উদ্ধার করা হলো। 

তিনি আরও বলেন, এ ছাড়া জলোচ্ছ্বাসে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এখনো বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি করছেন। দু-এক দিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে। 

জানতে চাইলে তিনি বলেন, ভয় পেয়ে হরিণ লোকালয়ে আসতে পারে। বনের কোথাও আর কোনো বন্যপ্রাণী মরে পড়ে আছে কি না, তা ঘুরে দেখছেন বন বিভাগের সদস্যরা। তালিকা পাওয়ার পর সুন্দরবনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাবে।

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস