হোম > পরিবেশ

১১ দিনের ব্যবধানে ফের কুয়াকাটার সৈকতে ভেসে এল দুটি মৃত ডলফিন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

মাত্র ১১ দিনের ব্যবধানে কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এল দুটি মৃত ডলফিন। আজ শুক্রবার সকালে সৈকতের গঙ্গামতি ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে মৃত ডলফিন দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা। এ সময় সৈকতে একটি মৃত রাজ কাঁকড়াও পরে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, ডলফিন দুটির শরীরে পচন ধরেছে। তবে গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা জেলেদের জালে জড়িয়ে মাছ দুটির মৃত্যু হয়েছে।  

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, প্রায় ৭ ফুট ও ৪ ফুট লম্বা মৃত ডলফিন দুটি জোয়ারের সঙ্গে সৈকতে ভেসে এসেছে। আমরা ডলফিন দুটি উদ্ধার করে মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রোমান ইমতিয়াজ তুষার আজকের পত্রিকাকে জানান, কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা আজ নতুন নয়। জেলেদের শতভাগ প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে অবগত করতে পারলে কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে বলে জানিয়েছেন তিনি। 

পটুয়াখালী ইকোফিস টু ওয়াল্ডফিস বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে জানান, মৃত ডলফিন দুটির সন্ধান করে আমরা খুঁজে পেয়েছি। তবে প্রায় অর্ধগলিত অবস্থায়। নমুনা সংগ্রহের চেষ্টা চলছে। এ ছাড়া ডলফিনের মৃত্যুর কারণ হিসেবে তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে চলাফেরা করে। এখন ডলফিনের বড় সমস্যা খেলার সময় স্থানীয় জেলেদের খুটা জালে বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি জেলেদের জালে খেলার সময় ডলফিন জড়িয়ে গেলে তা পিটিয়ে হত্যা করে সাগরে ফেলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ইরাবতী ডলফিন দুটি ভেসে এসেছে দুটোই আলাদা প্রজাতির ডলফিন। আর কাঁকড়ার নাম রাজ কাঁকড়া। মূলত প্রজনন মৌসুমে এসব কাঁকড়া তীরবর্তী এলাকায় আসে। তবে ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি।  

উল্লেখ্য গত ৭ ও ৯ আগস্ট কুয়াকাটা সৈকতে দুটি মৃত ডলফিন দেখতে পায় স্থানীয়রা। এর আগেও বেশ কয়েকটি ডলফিন সমুদ্রতীরে ভেসে আসে। তবে ডলফিনসহ অন্যান্য সামুদ্রিক জীবের মৃত্যুর কারণ জানতে কাজ করছেন বলে জানান, সংশ্লিষ্টরা।

উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি

তাপমাত্রা কমতে পারে আজ, শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া দপ্তর

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

সেকশন