অনলাইন ডেস্ক
বৈশ্বিক জলবায়ুর বর্তমান পরিস্থিতিতে পরিবেশবান্ধব জ্বালানির বিষয়টি মানব জাতিকে ভাবাচ্ছে ব্যাপকভাবে। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এককভাবে, যৌথভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টি মোকাবিলায়। এবার কৃত্রিম উপায়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক প্রাকৃতিক গ্যাস বা ইলেকট্রনিক ন্যাচারাল গ্যাস (ই-এনজি) তৈরিতে জোট বাঁধছে বিশ্বের আটটি কোম্পানি।
ই-এনজি নিয়ে কাজ করা বেলজিয়ামের প্রতিষ্ঠান টিইএস ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বৈদ্যুতিক প্রাকৃতিক গ্যাস বা ই-এনজির বিষয়ে বলা হয়েছে, মূলত প্রকৃতিতে বিদ্যমান কার্বন অক্সাইড আহরণ করে তার সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে প্রাকৃতিক গ্যাস মিথেন তৈরি করা হবে। সেই মিথেন পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে ঠিক আগের পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ও হাইড্রোজেন অবমুক্ত হবে। ফলে, পরিবেশে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।
টিইএস জানিয়েছে, প্রতিষ্ঠানটি ই-এনজি তৈরির জন্য বিশ্বের যেসব স্থানে সূর্যালোক ও বাতাসের প্রাচুর্য আছে, সেখানে বায়ুকল বা উইন্ড টারবাইন স্থাপন করে গ্রিন হাইড্রোজেন সংগ্রহ করবে। পরে সেই হাইড্রোজেন প্রকৃতি থেকে আহরিত কার্বন ডাই-অক্সাইডের সঙ্গে মিশিয়ে ই-এনজি তৈরি করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি খাতে যে অবকাঠামো আছে, সেসব অবকাঠামো ব্যবহার করে এটি করা যাবে। হয়তো সামান্য পরিবর্তন আনতে হবে। তবে সেটিও খুব বেশি ব্যয়বহুল নয়। প্রতিষ্ঠানটির দাবি, এই ই-এনজি শিল্প, জাহাজ চলাচল ও সাধারণভাবে যেকোনো পরিবহন খাতে ব্যবহার করা যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ই-এনজি উৎপাদন খাত বিকাশের লক্ষ্যে বিশ্বের আটটি প্রতিষ্ঠান জোট গঠন করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জাপানি এই প্রতিষ্ঠান জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।
মিতসুবিশি ছাড়াও এই জোটে থাকছে—ফ্রান্সের এনজি ও টোটাল এনার্জি, যুক্তরাষ্ট্রের সেম্প্রা ইনফ্রাস্ট্রাকচার, বেলজিয়ামের টিএসই, জাপানের ওসাকা গ্যাস, তোহো গ্যাস ও টোকিও গ্যাস। অর্থাৎ, এই জোটে জাপানের প্রতিষ্ঠানই প্রাধান্য পেয়েছে। জোটের আট সদস্যের মধ্যে জাপানের প্রতিষ্ঠানই ৫টি।
এই জোট গঠনের বিষয়ে মিতসুবিশির বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখার লক্ষ্যে মিতসুবিশি ও এর অংশীদারেরা একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই উপায়ে ই-এনজির বিকাশ ত্বরান্বিত করার পরিকল্পনা করেছে।