হোম > পরিবেশ

টেমসকে দূষণ থেকে রক্ষায় ৬৯ হাজার ৩২৯ কোটি টাকায় সুড়ঙ্গ নির্মাণ

ইংল্যান্ডের টেমস নদীকে দূষণ থেকে রক্ষায় তৈরি হয়েছে ১৬ মাইল লম্বা এক সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন। টেমস টাইডওয়ে টানেল নামে এই সুড়ঙ্গটি তৈরিতে সময় লেগেছে আট বছর, খরচ হয়েছ ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৩২৯ কোটি টাকা। ছবি: টেমস টাইডওয়ে টানেলটেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে

৭.২ মিটার (২৩ ফুট) প্রশস্ত সুড়ঙ্গটি পশ্চিম লন্ডনের অ্যাক্টন থেকে পূর্ব লন্ডনের অ্যাবে মিলস পর্যন্ত চলে গেছে 

এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন তৈরির প্রাথমিক খরচ ৪২০ কোটি পাউন্ড ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৫০০ কোটিতে
নতুন এই সুয়ারেজ লাইনের কারণে নদীতে প্রবাহের বদলে নগরীর সব পয়োবর্জ্য প্রক্রিয়াজাতকরণের আগে এই সুড়ঙ্গ বা পাইপের মধ্যে জমা হবে
আশা করা হচ্ছে, আট বছরের তৈরি করা সুড়ঙ্গটিতে প্রথম বর্জ্যের প্রবাহ ঢুকবে এই গ্রীষ্মে 
২০২৫ সাল থেকে সুয়ারেজ লাইনটি পুরোদমে কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে
টেমসে গিয়ে পড়ত এমন ৩৪টি সবচেয়ে দূষিত পয়োনিষ্কাশন প্রবাহ সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে রক্ষা করবে নদীটিকে
নির্মাণের চূড়ান্ত ধাপে, পূর্ব লন্ডনে সুড়ঙ্গমুখের ওপর ১ হাজার ২০০ টনের বিশাল একটি কংক্রিটের ঢাকনা আটকানো হয়
গ্রীষ্মজুড়ে পরীক্ষা-নিরীক্ষার পর লন্ডন শহরসহ বিভিন্ন জায়গার পানি সরবরাহ ও বর্জ্য শোধনের দায়িত্বে থাকা টেমস ওয়াটার নামের কোম্পানিটির কাছে টেমস টাইডওয়ে টানেল হস্তান্তর করা হবে
৬০০ অলিম্পিক সুইমিং পুলের সমান তরল এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন ধারণ করতে পারে।
টেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে

দূষণ কিছুটা বাড়লেও ঢাকার বাতাস ‘সহনীয়’

গাজীপুর সাফারি পার্কের ৩ জায়গা দেখে খারাপ লেগেছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার

ঢাকার বাতাসে কমেছে দূষণ, শীর্ষে কাঠমান্ডু

মিলেমিশে লুটপাট কোটি কোটি টাকা

কমবে তাপমাত্রা, আজ ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় কমেছে বায়ুদূষণ, শীর্ষে কাঠমান্ডু

জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: পরিবেশ উপদেষ্টা

আজ দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকার বাতাসে আজ দূষণ কম, শীর্ষে দিল্লি

ঢাকাসহ কয়েক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা, মধ্যরাতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস