Ajker Patrika
হোম > পরিবেশ

আমাজনে বন উজাড়ের রেকর্ড

অনলাইন ডেস্ক

আমাজনে বন উজাড়ের রেকর্ড

আমাজন বনে গত অক্টোবরে রেকর্ড পরিমাণ বন উজাড় করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রাজিলিয়ান সরকারি সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এই তথ্য প্রকাশ করার কয়েক দিন আগেই কোপ২৬ সম্মেলনে পরিবেশ ইস্যুতে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা জানিয়েছেন  ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের পক্ষ থেকে বলা হয়, গত অক্টোবরে আমাজনের ৮৭৭ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে। এটি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের অর্ধেক। 

২০২০ সালের অক্টোবরের চেয়ে চলতি বছরের একই সময়ে আমাজনে বন উজাড় পাঁচ শতাংশ বেড়েছে। 

অবৈধ খনন এবং কৃষিকাজের জন্য ২০২০ সাল থেকে আমাজনে বন উজাড় বেড়েছে। চলতি বছর এই পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ২০২১ সালে এ পর্যন্ত আমাজনের সাত হাজার ৮৮০ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে। 

গ্লাসগোর কপ২৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে ব্রাজিল রয়েছে।  

ওই সম্মেলনে ২০২৮ সালের মধ্যে ব্রাজিলে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলসোনারো।  

তবে আমাজনের বন উজাড়ের জন্য বলসোনারোকে দুষছেন বিশেষজ্ঞরা। কারণ তিনি আমাজনে কৃষিকাজকে সমর্থন দিচ্ছেন। এ ছাড়া পরিবেশবাদী সংগঠনগুলোতেও অর্থায়ন কমিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

তাপমাত্রা বাড়বে, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

যুক্তরাষ্ট্রে ২০ বছরে প্রজাপতি কমেছে ২২ শতাংশ, ঝুঁকিতে বাস্তুতন্ত্র

আজও সর্বোচ্চ বায়ুদূষণের শহর লাহোর, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

গরম বাড়তে পারে, আবার বৃষ্টিরও আভাস

ঢাকায় বাতাসের উন্নতি, শীর্ষে লাহোর

ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি