হোম > পরিবেশ

তাপপ্রবাহ থাকতে পারে আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন থাকবে। নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল সোমবার গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা। 

শীত মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গে তীব্রতা নিয়ে হাজির হয়েছে গরম। চৈত্রের শুরুতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে শুরু করে দেশের বড় অঞ্চলজুড়ে। 

তাপপ্রবাহের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাগরের যে নিম্নচাপটি রয়েছে, সেটি একটি ছোট সাইক্লোনে রূপ নেবে। যদিও সাইক্লোনটি মিয়ানমারের দিকে যাবে। এর ফলে কক্সবাজারে বৃষ্টি হতে পারে। এরপর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রোববার সারা দিন রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আগামীকাল বা পরশু থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। 
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস