চলতি বছরের সি-৪০ সিটি ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ডসে বিশ্বসেরা জলবায়ু প্রকল্পগুলোর মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত সি-৪০ ওয়ার্ল্ড মেয়র সামিটে এ পুরস্কার ঘোষণা করা হয়। এবার বিশ্বের দশটি প্রকল্প এ পুরস্কার জিতে নিয়েছে।
ব্লুমবার্গের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্লুমবার্গের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে মেয়রদের গৃহীত প্রকল্পগুলোর মধ্য থেকে সেরা প্রকল্পগুলোকে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘আরও সবুজ আরও অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য শহর’ তৈরিতে কাজ করার জন্য ‘জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণ করতে ঐক্যবদ্ধ’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে।
এ বছরের পুরস্কারের জন্য বিশ্বের ৭০টি শহর প্রতিদ্বন্দ্বিতা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের বিভিন্ন শহরের গৃহীত পদক্ষেপগুলোকে স্বীকৃতি দিতেই এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বিশ্বজুড়ে মেয়রেরা যাতে এ ধরনের প্রকল্প আরও বেশি করে গ্রহণ করেন, সে ব্যাপারে উৎসাহ দেওয়াও এ পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
পুরস্কার পাওয়া অন্য শহরগুলো হচ্ছে— ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নেদারল্যান্ডসের আমস্টারডাম, চীনের বেইজিং, ভারতের পুনে, মেক্সিকোর গুয়াদালাজারার মেট্রোপলিটন এলাকা, সিয়েরা লিওনের ফ্রিটাউন, ব্রাজিলের সাও পাওলো, যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং জাপানের টোকিও ও মালয়েশিয়ার কুয়ালালামপুর (যৌথভাবে)।
সি-৪০ হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর প্রায় ১০০ জন মেয়রের একটি নেটওয়ার্ক। সংগঠনটি জলবায়ু সংকট মোকাবিলা করতে এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে জরুরি পদক্ষেপ নিয়ে কাজ করছে। অন্যদিকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস বিশ্বের ৯৪১টি শহর এবং ১৭৩টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি বিশ্বজুড়ে টেকসই পরিবর্তন আনার জন্য পাঁচটি ক্ষেত্র নিয়ে কাজ করে। ক্ষেত্রগুলো হচ্ছে—শিল্পকলা, শিক্ষা, পরিবেশ, সরকারি উদ্ভাবন ও জনস্বাস্থ্য।
এদিকে চলতি বছরের মার্চে সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বে বায়ুদূষণের মাত্রার বিচারে সবার ওপরে রয়েছে বাংলাদেশের নাম। আর রাজধানী হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। বিশ্বের ১১৭টি দেশ, ৬ হাজার ৪৭৫টি অঞ্চল এবং স্থলভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বায়ুদূষণ ডেটার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সবচেয়ে দূষিত বায়ু ছিল এমন তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে চাদ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান, চতুর্থ স্থানে তাজিকিস্তান। আর পঞ্চম স্থানে রয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি।