অনলাইন ডেস্ক
বিশ্বের নানা অংশে এখন অনুভূত হচ্ছে তীব্র শীত। ইউরোপ ও উত্তর আমেরিকায় বইছে শৈত্যপ্রবাহ। এশিয়ায়ও তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। টাইম অ্যান্ড ডেট ডটকম থেকে বিশ্বের বিভিন্ন শহরের গত ২৪ ঘণ্টার সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হলো।
ইউরোপজুড়ে এখন তীব্র শীত। লন্ডনে ৩, আমস্টারডামে ৪, বেলগ্রেডে মাইনাস ২, বার্লিনে ১, ব্রাসেলসে ২, বুখারেস্টে মাইনাস ৫, বুদাপেস্টে মাইনাস ২, ডাবলিনে ১, কিয়েভে মাইনাস ১০, লন্ডনে ২, অক্সফোর্ডে মাইনাস ১, মাদ্রিদে ৩, ওয়ারশতে শূন্য, ভিয়েনায় মাইনাস ২, রোমে ২, প্রাগে মাইনাস ২, প্যারিসে মাইনাস ২, আঙ্কারায় মাইনাস ৪ এবং মস্কোতে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ ধরে চলছে শীতকালীন ঝড়। তার মধ্যে গতকাল শুক্রবার ঝড়ের মাত্রা বেড়েছে। প্রচণ্ড তুষারপাত ও হাড় কাঁপানো শীতে যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে একাধিক প্রাণহানির খবর। শুক্রবার সকালে উত্তর ডাকোটার বিসমার্কে তাপমাত্রা ছিল মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা আরও কমে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উত্তর আমেরিকার বিভিন্ন শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে নিউইয়র্কে ১১, মেক্সিকো সিটিতে ১৫, অটোয়ায় মাইনাস ৬, বার্কলিতে ৯, বিসমার্কে মাইনাস ২৭, বোস্টনে ৬, কেমব্রিজে ৩, শিকাগোতে শূন্য, সিনসিনাটিতে মাইনাস ১, মন্ট্রিলে মাইনাস ৬, ডেনভারে মাইনাস ১৮, ফ্রাঙ্কফুর্টে মাইনাস ২, ওয়াশিংটন ডিসিতে ১২, ইন্ডিয়ানাপোলিসে মাইনাস ৫, পোর্টল্যান্ডে মাইনাস ৭, প্রিন্সটনে মাইনাস ৬, সিয়াটলে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র শীত অনুভূত হচ্ছে এশিয়ায়ও। চীনের রাজধানী বেইজিংয়ে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস। টোকিওতে ১১, বাগদাদে ১০, বাকুতে ৪, বৈরুতে ১৪, গাজায় ১৪, জেরুজালেমে ১০, লক্ষ্ণৌয়ে ১০, সিউলে ৫, পিয়ংইয়ংয়ে মাইনাস ২, রিয়াদে ১৬, তেহরানে ৯, ইসলামাবাদে ১০, লাহোরে ৯, থিম্পুতে মাইনাস ৯ এবং কুয়েত সিটিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাশিয়ার ইয়ুর্তি নামক স্থানে, মাইনাস ৫৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার প্রথম ১৫টি জায়গাই রাশিয়ায় অবস্থিত।
বাংলাদেশেও চলছে শৈত্যপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ এবং চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।