হোম > পরিবেশ

প্রচণ্ড গরমে ঈদে বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদক

নানা কারণে মানুষ ২০২৪ সালকে ভবিষ্যতে সবচেয়ে শীতলতম বছর হিসেবে মনে রাখতে পারেন। ছবি: এএফপি

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারা দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে, তাতে আগামী এক সপ্তাহ সারা দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময় হিটওয়েভ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে তাপমাত্রা বেশি থাকবে।

তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে রংপুর ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই জানান এই আবহাওয়াবিদ।

এ ছাড়া যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এ দিন যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভয়াবহ বায়ুদূষণ চীনের চার শহরে, বেড়েছে ঢাকায়ও

দেশের বিভিন্ন বিভাগে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রতি দশকে একবার ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা

ঢাকার বায়ুমানে ব্যাপক উন্নতি, দূষণের মাত্রা সহনীয়

নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে তরুণদের মানববন্ধন

বৃষ্টির পরও ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য অবনতি, শীর্ষে বাগদাদ

মুন্সিগঞ্জে জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন

দূষণ কিছুটা বাড়লেও ঢাকার বাতাস ‘সহনীয়’

গাজীপুর সাফারি পার্কের ৩ জায়গা দেখে খারাপ লেগেছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার

ঢাকার বাতাসে কমেছে দূষণ, শীর্ষে কাঠমান্ডু