Ajker Patrika
হোম > পরিবেশ

টানা সপ্তম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতজনিত রোগ

পঞ্চগড় প্রতিনিধি 

টানা সপ্তম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতজনিত রোগ
পঞ্চগড়ে আজ সকাল নয়টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ছবি: আজকের পত্রিকা

হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে গত এক সপ্তাহ ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে। আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

এর আগে গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোদের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত শীতের তেমন দুর্ভোগ ছিল না। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় কনকনে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ছবি: আজকের পত্রিকা

এদিকে ঠান্ডাজনিত রোগের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ রোগী জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া প্রতিদিন গড়ে শতাধিক শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মাহবুবুর রহমান বলেন, নানা বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বর নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।

৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী

চীনা বিনিয়োগে সৌদি আরবে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বায়ুমানে আরও কিছুটা উন্নতি, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে দিল্লি

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বন্ধ

বিশ্বের দূষিততম শহর ভারতের বার্নিহাট, বাড়ছে ত্বক ও শ্বাসকষ্টের রোগী

আজ ঢাকার বাতাসে দূষণ কমেছে, শীর্ষে দিল্লি

দুপুরের আগেই ঢাকাসহ ২০ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত