হোম > পরিবেশ

ঠাকুরগাঁওয়ে বিরলতম সাপ রেড কোরাল কুকরি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৯

ঠাকুরগাঁওয়ে বিরলতম প্রজাতির সাপ লাল কোরাল কুকরি উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া গ্রামের জয়নাল আবেদীন রাস্তার পাশ থেকে সাপটিকে উদ্ধার করেন।

আজ শুক্রবার বন বিভাগের কর্মকর্তাদের হাতে সাপটি তুলে দেওয়া হবে।

বন্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে রাস্তার পাশের ঝোপ থেকে সাপটি বের হয়ে রাস্তায় শুয়ে ছিলে। এ সময় ওই পথ দিয়ে জয়নাল আবেদীন নামে এক পথচারী বাজারের দিকে যাচ্ছিলেন। রাস্তায় টর্চের আলোতে সাপটিকে দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে বুঝতে পারেন এটি লাল কোরাল কুকরি সাপ। পরে তারা অক্ষত অবস্থায় সাপটিকে ধরে বন্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারীদের খবর দেন।

বন্য প্রাণী সংরক্ষক সহিদুল ইসলাম জানান, স্থানীয়রা সাপটিকে কৌশলে আটক করেন তাকে খবর দেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে এই সাপের তথ্য বাংলাদেশসহ আন্তর্জাতিক গবেষণা পত্রে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টা জানান, ‘সাপ উদ্ধারের খবর পেয়ে সেখানে স্থানীয় ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। সাপটি এখন ইউপি কার্যালয়ের রয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘লাল কোরাল কুকরি সাপ উদ্ধারের বিষয়টি জেনেছি। ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, পঞ্চগড়ে গত তিন মাসে চার বার দেখে মিলেছে এ সাপের। গত প্রথমবার ৭ ফেব্রুয়ারি বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে, দ্বিতীয়বার গত ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকায় মৃত অবস্থায়, তৃতীয়বার ২০ এপ্রিল টুনিরহাট গ্রামে জীবিত অবস্থায় ও ১০ মে একই এলাকা থেকে চতুর্থবারের মতো উদ্ধার হয় লাল কোরাল কুকরি সাপ। 

ছাদবাগান গড়ে পরিবেশ রক্ষার আহ্বান জানালেন উপদেষ্টা রিজওয়ানা

শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর

ঢাকার বাতাসে আজ খানিকটা উন্নতি

তাপমাত্রা বাড়বে দুই দিন, এরপর আবার শৈত্যপ্রবাহ

সেকশন