সুন্দরবন থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। গত রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘের দেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, জেলেদের মাধ্যমে একটি বাঘ মরে পড়ে থাকার কথা জানতে পারে। পরে মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে মৃত বাঘ লোকালয়ে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানায় বন বিভাগ।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এম এ হাসান জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। তবে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।