Ajker Patrika
হোম > পরিবেশ

বুধবার থেকে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার থেকে ভারী বর্ষণের আভাস

দেশের অধিকাংশ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। তবে আগামী বুধবার থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সারা দেশে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। তবে ভারী বর্ষণ শুরু হলে চলমান দাবদাহ ধীরে ধীরে প্রশমিত হবে, স্বস্তি ফিরবে জনজীবনে— এমনটাই আশা করছেন আবহাওয়াবিদেরা।

আজ কিঞ্চিৎ যে তাপমাত্রা কমেছে সেটির ধারা অব্যাহত থাকলেও টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ, রাজশাহী, রংপুর এবং সিলেটে বিভাগের ওপর দিয়ে বহমান মৃদু দাবদাহের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের থেকে আজ সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। এতে চলমান মৃদু দাবদাহে কোনো প্রভাব পড়েনি। তবে আগামী বুধবার থেকে সারা দেশে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাত শুরু হলে ধীরে ধীরে দাবদাহ পরিস্থিতির উত্তরণ হবে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার ও মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এদিকে গত কয়েক দিনের মতো সারা দেশেই দিন ও রাতের মাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে