অনলাইন ডেস্ক
সারা দেশেই এখন শীত স্পষ্ট। শেষ রাতে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। এ ছাড়া বেশ কয়েক দিন ধরেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন না থাকলেও আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী সপ্তাহের দিনগুলোতে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি পরবর্তী বেশ কয়েক দিন পর্যন্ত থাকবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।