Ajker Patrika
হোম > পরিবেশ

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে পাঁচ শতাধিক শালিক অবমুক্ত করা হয়। 

এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা-পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক উদ্ধার করেন থানার ওসি সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি/ব্যবসায়ী পালিয়ে যান। 

আটককৃত পাখিদের অবমুক্ত করেন পুলিশ ও স্থানীয়রাএ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে ৭ শতাধিক শালিকসহ শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি/ব্যবসায়ীরা পালিয়ে যান। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ থানা-পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খাল বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন