বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে পাঁচ শতাধিক শালিক অবমুক্ত করা হয়।
এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা-পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক উদ্ধার করেন থানার ওসি সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি/ব্যবসায়ী পালিয়ে যান।
পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ থানা-পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।