হোম > পরিবেশ

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে পাঁচ শতাধিক শালিক অবমুক্ত করা হয়। 

এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা-পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক উদ্ধার করেন থানার ওসি সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি/ব্যবসায়ী পালিয়ে যান। 

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে ৭ শতাধিক শালিকসহ শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি/ব্যবসায়ীরা পালিয়ে যান। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ থানা-পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস