হোম > পরিবেশ

সুন্দরগঞ্জে হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন বনকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়। পরে পরিবেশবাদী সংগঠন তীর–এর স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে শকুনটিকে রাখা হয়।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শফিকুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, শকুনটি হিমালয়ান গৃধিনী প্রজাতির। মাটিতে আছড়ে পড়া অসুস্থ শকুনটিকে উদ্ধার করে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। ওই গ্রামের মো. শামীম মিয়া ও মো. রাঙ্গা মিয়া শকুনটিকে ধরে আটকে রাখেন। সংবাদ পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তীর স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে শকুনটি রাখা হয়। 

টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার কোষাধ্যক্ষ শেখ ফরিদ আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হওয়ায় শকুনটি মাটিতে পড়ে যায়। খবর পেয়ে উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদের কর্মকর্তারা এটিকে উদ্ধার করেন। এ কাজে স্থানীয়রা সহযোগিতা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘উদ্ধার করার সময় শকুনটি অসুস্থ ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

সেকশন