তুমুল বৃষ্টি হচ্ছে এখন দেশের বেশির ভাগ এলাকায়। চট্টগ্রাম, রাঙামাটি আর বান্দরবানের অনেক এলাকা তলিয়ে গেছে বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে। এ সময়টা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যে এলাকায় সেখানকার গল্প বলার জন্য উপযোগী।
পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে এলাকাটিতে সেটি কিন্তু আমাদের পাশের দেশ ভারতেই। মেঘালয় রাজ্যের এই গ্রামটির নাম মৌসিনরাম। বুঝতেই পারছেন সিলেট সীমান্ত দিয়ে গেলে সহজে পৌঁছে যেতে পারবেন সেখানে। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১ হাজার ৮০২.৪ মিলিমিটার। বৃষ্টির জন্য বিখ্যাত মেঘলায়ের আরেক শহর চেরাপুঞ্জি থেকে জায়গাটির দূরত্ব মোটে ১৫ কিলোমিটার। পূর্ব খাসি পাহাড়ের এই গ্রামটি টানে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের। বিশেষ করে বর্ষায় এখানে রোদ্রালোকিত দিন পাওয়া কঠিন।
টানা বৃষ্টি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথে বড় বাধা। তবে মৌসিনরামের মানুষের জন্য এটি পুরোপুরি সত্যি নয়। তাঁদের জীবন যেন পুরো থমকে দিতে না পারে বৃষ্টি সে জন্য কিছু কৌশল অবলম্বন করেন এখানকার অধিবাসীরা।
কুয়াশাচ্ছন্ন পাহাড়চূড়া, সবুজ জমি, শীতল বাতাস, জলপ্রপাত এবং জিভে জল এনে দেওয়া সব খাসি খাবার সব মিলিয়েই মনোরম এক গ্রাম এই মৌসিনরাম। একসময় রাজ্যের বাইরে খুব কম মানুষই চিনত গ্রামটিকে। তবে এখানকার অনন্য আবহাওয়ার আবহাওয়াবিদদের আগ্রহ জাগিয়ে তোলার পর থেকে মৌসিনরামের খ্যাতি বাড়তে থাকে। তারপর পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল গ্রাম হিসেবে গিনেস বুকে নাম ওঠা ও আন্তর্জাতিক খ্যাতি একে জনপ্রিয় করে তুলে। শান্ত গ্রামটি ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। ভারতের এই অঞ্চলে ভ্রমণ করা পর্যটকেরা গ্রামটিতে একটিবার ঘুরে যাওয়া থেকে নিজেকে বঞ্চিত করেন না কোনোভাবেই।
এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করার সময়, আপনি কৃষকদের ঐতিহ্যগত ছাতা নপস গায়ে চাপিয়ে খেতে কাজ করতে দেখবেন। এই ছাতা প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত দুটির থেকেই বাঁচায়।
মৌসিনরামের আগে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিস্নাত এলাকার তকমা ছিল পাশের শহর চেরাপুঞ্জির। ১৯৭৪ থেকে ২০২২ সাল পর্যন্ত গড় হিসেব করলে মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১ হাজার ৮০২.৪ মিলিমিটার। অপরদিকে ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত হিসেব করলে চেরাপুঞ্জির বার্ষিক গড় বৃষ্টিপাত ১১ হাজার ৩৫৯.৪ মিলিমিটার। এই তথ্য নিশ্চিত করেন ইন্ডিয়ান মেটিওরোজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) গুয়াহাটি কেন্দ্রের বিজ্ঞানী সুনীত দাস।
সম্প্রতি অরুণাচল প্রদেশের কলোরিয়াং নামের একটি গ্রামও প্রচুর বৃষ্টির জন্য আলোচনায় এসেছে। এখানকার বাসিন্দাদের দাবি ঠিকভাবে পরিমাপ করলে মৌসিনরামকে টেক্কা দেবে তাদের শহর। ১০০০ মিটার উচ্চতায় অবস্থিত শহরটিকে ঘিরে রেখেছে উঁচু সব পর্বত। অক্টোবর থেকে ডিসেম্বর মাস ছাড়া বাকি সময়টা এই এলাকায় বৃষ্টির কোনো কমতি হয় না। তবে এটি এখনো কেবল শহরবাসীর দাবির মধ্যেই সীমাবদ্ধ আছে। তাই মৌসিনরামই এখনো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিস্নাত এলাকা। কি এই বর্ষায় একটি ভ্রমণ হয়ে যাবে নাকি মেঘালয়ে। মৌসিনরাম, চেরাপুঞ্জি এক সফরে দেখতে পারবেন দুটি জায়গাই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া, ডেকান হেরাল্ড