নাটোরের সিংড়ায় মায়ের কাছে ফিরে নতুন জীবন পেল দশটি পাতি সরালি (বালিহাঁস) ছানা। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে ছানাগুলো উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে মা পাখিকে খুঁজে বের করে ছানাগুলোকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। গড়ে দেওয়া নিরাপদ আশ্রয়স্থল।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সকাল ৭টায় উপজেলার শাহবাজপুর গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি খেজুর গাছ থেকে দশটি পাতি সরালি ছানা পড়ে যায়। মুহূর্তেই ছানাগুলোকে কাক পাখি আক্রমণ করে। কাকের মুখ থেকে ছানাগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গ্রামবাসীর মাঝে পাখি রক্ষায় লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।