সাগরে নিম্নচাপ, বৃষ্টিতে তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩: ৪৩
বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি । ছবি: আজকের পত্রিকা

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় কয়েক দিন ধরেই শীতের প্রকোপ চলছে। এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি। এতে রোববার (২২ ডিসেম্বর) সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর বৃষ্টির মিশেলে হাড়কাঁপানো শীত হানা দিতে চলেছে আজই।

শনিবার (২১ ডিসম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি। ঢাকা, খুলনা, রাজশাহী, খুলনা, রংপুরের রাতের তাপমাত্রা ১০-১৪ ডিগ্রির ঘরে ছিল। এসব বিভাগে দিনের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রোববার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। রাতের তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে ভারী কুয়াশা পড়তে পাড়ে।

উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তীব্র শীত আর বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। শনিবার সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, এ জেলায় শনিবার ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বরিশালে গত শুক্রবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বেড়েছে শীত। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল আজকের পত্রিকাকে বলেন, এই আবহাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। শুক্রবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা বৃষ্টি হয়েছে। এরপর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

বাগেরহাটেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টির ফলে শীতের প্রকোপও বেড়েছে। বিপাকে পড়েছেন রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও চাষিরা।

বাগেরহাট শহরের রিকশাচালক মোতাহার মোল্লা বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু শীত আর বৃষ্টির কারণে যাত্রী কম। সকাল থেকে যা ইনকাম করেছি, তা দিয়ে বাজার খরচ হবে না।’

তীব্র শীতে কাঁপছে দেশ, হাসপাতালে বাড়ছে রোগী

পরিবেশ অধিদপ্তরকে পুরোপুরি ডিজিটালাইজড করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

বায়ুদূষণবিরোধী অভিযান: ৩৩ মামলায় জরিমানা ৯৪ লাখ টাকা

প্লাস্টিকদূষণ নিয়ন্ত্রণে নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে