হোম > পরিবেশ

মেট্রোরেলে ঢাকায় এবং পদ্মা সেতুতে মাওয়াঘাটে দূষণ কমবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে পরিবেশ রক্ষায় নানা আইন থাকলেও দেশে চাষাবাদযোগ্য জমির পরিমাণ দিনদিন কমে যাচ্ছে। শিল্প কলকারখানার নানা বর্জ্য পরিবেশকে দূষণ করছে। অনেক নদী দখল হয়ে যাচ্ছে। এখনো জীব-বৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত হয়নি। বন ও বন্যপ্রাণীকে হত্যা বন্ধ হয়নি এবং ভূগর্ভস্থ পানির আহরণ বেড়েছে। উন্নত বিশ্ব পরিবেশের স্বাস্থ্যের কথা না ভাবায় আজ আমাদের ভুগতে হচ্ছে। তবে সরকারের নানা উদ্যোগের ফলে বুড়িগঙ্গাসহ নানা নদী দখলমুক্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাই নিজের জায়গা থেকে সচেতন হওয়া খুবই জরুরি। 

আজ শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট আয়োজিত ‘প্রকৃতির ঐকতান টেকসই জীবন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। 

তিনি বলেন, ‘আমর যখন ছোট ছিলাম তখন ৭০ শতাংশ জমি চাষাবাদযোগ্য ছিল। কিন্তু এখন তা কমে ৬০ শতাংশে নেমে এসেছে। তার মানে দেশে দিনদিন চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর প্রভাব স্বাস্থ্য-কৃষিসহ সব খাতে পড়ছে। পরিবেশ দূষণের প্রভাবও বাংলাদেশের সব খাতেই পড়ছে। বাংলাদেশকে কেউ দখল করবে না। এখন আর কলোনিয়াল যুগ নেই। তবে পানি দূষিত হওয়া মানে আমরা শেষ! কারণ পানি দূষিত হলে খাদ্য, মৎস্য ও কৃষিতে উৎপাদনসহ আমাদের সবকিছু শেষ হয়ে যাবে।’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন বলেন, ‘আমাদের প্রজাতিকে যখন রক্ষা করতে পারব তখন আমরা পরিবেশ দিবস পালনের সক্ষমতা অনুধাবন করতে পারব।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষ যদি ভাবে একমাত্র তারাই পৃথিবীর নিয়ন্ত্রণ করবে তাহলে মানুষও পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এইরকম করলে ডাইনোসরের মতো আমরাও বিলুপ্ত হয়ে যেতে পারি। আমরা যেই দূষণের শিকার তা নিয়ে আমরা কথা বলব। শুধু কথা বলব না, সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা পরিবেশ দূষণ করে সমৃদ্ধ বাংলাদেশ চাই না আমরা টেকসই বাংলাদেশ চাই।’ 

এ সময় তিনি যারা মেয়র হবেন তাঁদের শহরের পরিবেশ নিয়ে ভাবতে অনুরোধ জানান। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়কে আরও এগিয়ে আসার আহ্বান জানান। 

পরিবেশ ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার ফারজানা মাহমুদ বলেন, ‘পরিবেশ রক্ষায় এত আইন থাকলেও জীব-বৈচিত্র্যের সুরক্ষা নেই এবং বন ও বন্যপ্রাণীকে উচ্ছেদ বন্ধ নেই। ভূগর্ভস্থ পানির আহরণ আরও বেড়েছে। আসলে উন্নত বিশ্ব পরিবেশের স্বাস্থ্যের কথা ভাবেনি। আমাদের পরিবেশ রক্ষায় ব্যক্তিগত সচেতনতা বাড়ানো, অনেক গাছ লাগানো, পানি ও খাদ্য অপচয় রোধ করা, পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধা রাখা জরুরি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সামশাদ নওরিন বলেন, ‘পরিবেশ আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। করোনার সময় আমরা দেখেছি অক্সিজেন কত গুরুত্বপূর্ণ। সেসময় টাকা দিয়ে যেই অক্সিজেন সিলিন্ডার পেয়েছি সেটা কিন্তু আমরা পরিবেশ থেকেই পাচ্ছি।’ 

স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘মেট্রোরেল হলে ঢাকায় দূষণ অনেক কমে যাবে। পদ্মা সেতু হয়ে গেলে মাওয়াঘাটে মানুষের ভিড়ে যেই হাজার হাজার টন বর্জ্য নিক্ষেপ ও শব্দ দূষণ হতো সেটা কমে যাবে। মেট্রোরেল চালু হলে আমাদের চলাচলেরও গতি বাড়বে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ‘এক সময় আমরা সবাই পড়েছি, পানির কোনো রং নেই। কিন্তু কয়েক দিন আগে বুড়িগঙ্গাকে দেখে আমাদের মনে হয়েছে, না, পানির রং আছে। আর সেটা হলো কালো রং। তবে এটা এখন পরিবর্তন হচ্ছে। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, সে জন্য সরকার সাধুবাদ পাওয়ার দাবিদার।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ‘পানিকে পৃথিবীর অন্যতম উপহার বলা হয়। তাই আমাদের সৃষ্টিকর্তা আমাদের পরিষ্কার পানি দিয়েছে এটা দূষণ করার অধিকার আমাদের কারও নেই।’ 

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া বিভিন্ন জেলা ও মহানগরকে পুরস্কৃত করা হয়।

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস