Ajker Patrika
হোম > পরিবেশ

৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়া ব্যাংককে

৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়া ব্যাংককে
প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ছবি: সংগৃহীত

প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবি ও সোমবার ব্যাংককের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের ১৯টি প্রদেশে তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের যেসব প্রদেশে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সেগুলো হলো—মায় হং সন, চিয়াং মাই, লামফুন, লাম্পাং, নান, ফ্রা, তাক, সুকোথাই, ফিতসানুলক, ফেচাবুন, কামফায়েং ফেট, ফিচিট এবং নাখোন সাওয়ান। উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে রয়েছে লোই, নং খাই, বুঙ কান, উদন থানী, নং বুয়া লাম ফু এবং নাখোন রাতচাসিমা।

ব্যাংকক এবং এর আশপাশের অঞ্চলে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন রাংসিত বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ কেন্দ্র।

তবে বিশ্ববিদ্যালয় বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে ব্যাংককে এমন শীতল আবহাওয়া আর নাও দেখা দিতে পারে। তবে শীতকাল নিয়ে আসা এই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ধোঁয়া এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট ক্ষতিকর ধূলিকণা দূষণের আশঙ্কা রয়েছে।

৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী

চীনা বিনিয়োগে সৌদি আরবে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বায়ুমানে আরও কিছুটা উন্নতি, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে দিল্লি

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বন্ধ

বিশ্বের দূষিততম শহর ভারতের বার্নিহাট, বাড়ছে ত্বক ও শ্বাসকষ্টের রোগী

আজ ঢাকার বাতাসে দূষণ কমেছে, শীর্ষে দিল্লি

দুপুরের আগেই ঢাকাসহ ২০ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত