হোম > পরিবেশ

৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়া ব্যাংককে

অনলাইন ডেস্ক

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৮: ৩৭
প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ছবি: সংগৃহীত

প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবি ও সোমবার ব্যাংককের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের ১৯টি প্রদেশে তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের যেসব প্রদেশে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সেগুলো হলো—মায় হং সন, চিয়াং মাই, লামফুন, লাম্পাং, নান, ফ্রা, তাক, সুকোথাই, ফিতসানুলক, ফেচাবুন, কামফায়েং ফেট, ফিচিট এবং নাখোন সাওয়ান। উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে রয়েছে লোই, নং খাই, বুঙ কান, উদন থানী, নং বুয়া লাম ফু এবং নাখোন রাতচাসিমা।

ব্যাংকক এবং এর আশপাশের অঞ্চলে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন রাংসিত বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ কেন্দ্র।

তবে বিশ্ববিদ্যালয় বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে ব্যাংককে এমন শীতল আবহাওয়া আর নাও দেখা দিতে পারে। তবে শীতকাল নিয়ে আসা এই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ধোঁয়া এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট ক্ষতিকর ধূলিকণা দূষণের আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

উন্নয়নের নামে পান্থকুঞ্জ পার্কের ৪০ প্রজাতির ২ হাজার উদ্ভিদ ধ্বংস করা হয়েছে

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

ঢাকার বাতাসের নেই উন্নতি, বেড়েছে দূষণ