Ajker Patrika
হোম > পরিবেশ

আমাজনে ভয়াবহ খরার কারণ জলবায়ু সংকট: গবেষণা

আমাজনে ভয়াবহ খরার কারণ জলবায়ু সংকট: গবেষণা

বিশ্বে কার্বনের সবচেয়ে বড় ভান্ডার আমাজন রেইনফরেস্ট। কিন্তু ২০২৩ সালে প্রবল খরার কবলে পড়ে আমাজন। নতুন এক গবেষণায় দেখা গেছে জলবায়ু সংকট খরাটিকে বিধ্বংসী রূপ দিতে সহায়তা করে।

খরাটি অনেক জায়গায় সবচেয়ে ভয়াবহ রূপে দেখা দেয়। বৈজ্ঞানিক স্কেলেও সর্বাধিক ‘ব্যতিক্রম’ স্তরে আঘাত করে। বিশ্লেষণে দেখা গেছে, তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো থেকে বিশ্ব-উষ্ণায়নের ঘটনা না হলে খরা অনেক কম তীব্র হতো।গবেষণায় আরও দেখা গেছে প্রাকৃতিক এল নিনো এ ঘটনায় ভূমিকা রাখলেও তা অতি সামান্য। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

পুরাকুয়েকুয়ারা হ্রদের জলের আশায় কূপ খুঁড়ছেন এক ব্যক্তি। ছবি: এএফপিজলবায়ু সংকট গোটা বিশ্বজুড়েই আবহাওয়ার ওপর প্রভাব বিস্তার করছে। তবে আমাজনের প্রবল খরা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেইনফরেস্টটি একটি শুষ্ক এলাকায় পরিণত হওয়ার দিকে এগুচ্ছে। এর ফলে বিশ্বে ভূমিতে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভান্ডারটির বহু গাছ মরে যেতে পারে। এতে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হবে এবং বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়বে।

আমাজন অঞ্চল অর্থাৎ আমাজনাস রাজ্যে বাস করা লাখ লাখ মানুষ এই খরায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানকার কোনো কোনো নদীর পানি শত বছরের বেশি সময় ধরে সর্বনিম্ন  সীমায় রয়েছে। এখানে খাবার পানির সংকট, চাষাবাদের পর্যাপ্ত পানি নেই। তেমনি জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। 

খরা দাবানলের পরিস্থিতি আরও খারাপ করেছে এবং জলের উচ্চ তাপমাত্রা সেখানে ব্যাপক মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। যার মধ্যে এক সপ্তাহে ১৫০ টিরও বেশি বিপন্ন গোলাপি ডলফিনের মৃত্যু উল্লেখযোগ্য। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে মূলত আমাজনের লেক তেফে এলাকায় এই ডলফিনদের মৃতদেহ পাওয়া যায়।

‘আমাজন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইকে যেমন বেগবান করতে পারে তেমনি পিছু হটাতে পারে।’ বলেন ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা কেতারিনার অধ্যাপক এবং গবেষণা পরিচালনা করা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশান টিমের সদস্য অধ্যাপক রেজিনা রড্রিগেজ।

‘যদি আমরা অরণ্যটিকে রক্ষা করতে পারি তবে এটি ভূমিতে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভান্ডার হিসেবে কাজ করা অব্যাহত রাখবে,’ বলেন তিনি, ‘কিন্তু যদি আমরা মানবসৃষ্ট সংকট ও বন উজাড় অব্যাহত রাখি তকে এটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। তবে এটি প্রচুর কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ ঘটাবে। আমাদের রেইনফরেস্টটি রক্ষা করতে হবে এবং যত দ্রুত সম্ভব জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যেতে হবে।’

দলটির অপর এক সদস্য রেডক্রস রেডক্রিসেন্টের গবেষক সিম্ফিওয়ি স্টুয়ার্ট বলেন, ‘আমাজনে বাস করা বহু সম্প্রদায় কখনো এমন খরা দেখেইনি। মানুষদের খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য লম্বা পথ ভ্রমণ করতে হয়েছে, নদীর শুকনো অংশে নৌকা ঠেলে পার করতে হয়েছে। সরকারি হস্তক্ষেপগুলি জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে খরার তীব্রতার জন্য প্রস্তুত করতে সম্প্রদায় গুলিকে সহায়তা করার উপযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

গবেষণায় দেখা গেছে বৈশ্বিক উষ্ণায়ন বৃষ্টিপাত কমিয়ে দিয়েছে এবং আমাজনের তাপ বাড়িয়েছে। এটি ২০২৩ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত খরার আশঙ্কা প্রায় ৩০ গুণ বাড়ায়। এল নিনো কিছু কম বৃষ্টিপাতের জন্য দায়ী ছিল, কিন্তু উচ্চ তাপমাত্রা প্রায় সম্পূর্ণভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ছিল। অর্থাৎ জলবায়ু পরিবর্তনই খরার মূল কারণ।

২০২৩ সালের প্রবাল খরা ৫০ বছরের একবার প্রত্যাশা করার কথা বলে মত প্রকাশ করা হয় গবেষণায়। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তবে প্রতি ১৩ বছরের একবার এমন ভয়াবহ খরার আশঙ্কা আছে।

বিজ্ঞানীরা বলেছেন, গত দশকগুলিতে বিপুল অরণ্য উজাড় খরা পরিস্থিতি খারাপ করছে। কারণ গাছপালা কাটার অর্থ জমি কম জল ধরে রাখতে পারবে।

সাম্প্রতিক তথ্যগুলি দেখায় যে আমাজন রেইনফরেস্ট বিপর্যয়ের চুড়ান্তসীমার দিকে এগিয়ে যাচ্ছে। এতে এটি বিশ্ব জলবায়ু এবং জীববৈচিত্র্যের ওপর বড় প্রভাব সৃষ্টিকারী অবস্থান হারিয়ে ফেলতে পারে। এই শতাব্দীর গোড়ার দিক থেকে এখানকার আদিম অরণ্যের শতকরা ৭৫ ভাগ আগের অবস্থা হারিয়েছে। যার অর্থ খরা এবং দাবানলের পরে আগের অবস্থা পুনরুদ্ধার করতে আরও বেশি সময় লাগবে।

৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী

চীনা বিনিয়োগে সৌদি আরবে লাফিয়ে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বায়ুমানে আরও কিছুটা উন্নতি, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে দিল্লি

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বন্ধ

বিশ্বের দূষিততম শহর ভারতের বার্নিহাট, বাড়ছে ত্বক ও শ্বাসকষ্টের রোগী

আজ ঢাকার বাতাসে দূষণ কমেছে, শীর্ষে দিল্লি

দুপুরের আগেই ঢাকাসহ ২০ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত