Ajker Patrika
হোম > পরিবেশ

ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবমুক্ত

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবমুক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর কচ্ছপটি অবমুক্ত করেন। 
 
রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাতে পৌর সদরের ফকিরহাট এলাকার নুরনবী আরাফাত নামে এক যুবক তাঁর বাড়ির উঠানে বিলুপ্ত প্রজাতির কচ্ছপটি দেখতে পেয়ে উদ্ধার করেন। আজ সকালে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে বন বিভাগের কর্মীদের সেখানে পাঠান। তাঁরা যুবকের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে আনেন। দুপুরে কচ্ছপটিকে পার্কের গেট সংলগ্ন পদ্মপুকুরে অবমুক্ত করা হয়। এ প্রজাতির কচ্ছপ এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না বলেও জানান তিনি। 
 
বিলুপ্ত প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা যুবক নুরনবী আরাফাত বলেন, রাতে ঘর থেকে বের হলে বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পেয়ে উদ্ধার করে ঘরের ভেতর নিয়ে যাই। আজ সকালে ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার নম্বর জোগাড় করে তাঁকে ফোন করে বিষয়টি অবহিত করি। কিছুক্ষণ পর ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটি নিয়ে যেতে লোক পাঠান। 
 
প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ২৮টি বাচ্চা ইকোপার্কের জঙ্গলে অবমুক্ত করা হয়। 

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে আমস্টারডাম

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া