ভারী বৃষ্টি হবে ৩ বিভাগে, জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১৭: ০০

ঈদের দ্বিতীয় দিনে রাজধানী আকাশ মেঘলা, কিন্তু ভ্যাপসা গরম। সকালের দিকে দু–এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। সারা দেশের অবস্থা প্রায় একই। কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হয়েছে।  

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টিও হতে পারে। 

গত ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছে। তবে দেশের সর্বত্র বৃষ্টি শুরু হয়নি। বরং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর ব্যতিক্রম ছিল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।

এবার ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বিশ্বের ১২৬ শহরের মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণ আজ ঢাকায়

২ মাসে ৪৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা, ৬০ হাজার কেজি পলিথিন জব্দ

২ দিন পর মিলল সূর্যের দেখা, তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া দপ্তর