হোম > পরিবেশ

তামিলনাড়ু অভিমুখে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, দেশে যা প্রভাব পড়বে

প্রতীকী ছবি।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এই সময়ে দেশের বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ তামিলনাড়ুর পদুচেরিসংলগ্ন করাইকাল ও মহাবলীপুরামের মধ্যবর্তী তীর দিয়ে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ হবে ৭০ থেকে ৮০ কিলোমিটার। এর প্রভাবে ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

এদিকে আজ দেশের তিন বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দিনে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। আজ সকালে এ নিয়ে ১০ নম্বর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে—ঘূর্ণিঝড় আজ শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বারবার ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দূষণ কিছুটা বাড়লেও ঢাকার বাতাস ‘সহনীয়’

গাজীপুর সাফারি পার্কের ৩ জায়গা দেখে খারাপ লেগেছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার

ঢাকার বাতাসে কমেছে দূষণ, শীর্ষে কাঠমান্ডু

মিলেমিশে লুটপাট কোটি কোটি টাকা

কমবে তাপমাত্রা, আজ ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় কমেছে বায়ুদূষণ, শীর্ষে কাঠমান্ডু

জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: পরিবেশ উপদেষ্টা

আজ দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকার বাতাসে আজ দূষণ কম, শীর্ষে দিল্লি

ঢাকাসহ কয়েক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা, মধ্যরাতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস