Ajker Patrika
হোম > পরিবেশ

আবারও হালদায় ভেসে উঠল মৃত ডলফিন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

আবারও হালদায় ভেসে উঠল মৃত ডলফিন
হালদায় ভেসে ওঠা ডলফিন। ছবি: আজকের পত্রিকা

হাটহাজারীর হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় একটি মরা অর্ধগলিত ডলফিন ভেসে উঠেছে। ডলফিনটি উদ্ধার করে সুরতহাল তথা নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে। উদ্ধার ডলফিনটির ওজন ১৩ কেজি ৪০০ গ্রাম। এর দৈর্ঘ্য ৩ ফুট ৯ ইঞ্চি।

রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টায় নদীর নিচের দিক থেকে জোয়ারের সময় ভেসে আজিমের ঘাটের দিকে আসছিল ডলফিনটি। এলাকার লোকজন সেটি দেখে আমাদের অফিসে খবর দেন। স্থানীয় ও আমাদের লোকজন দিয়ে বেলা ১২টায় ডলফিনটি উদ্ধার করে নদী পাড়ে তোলা হয়। পরে আমি এবং আমার লোকজন সেখানে গিয়ে ডলফিনটির সুরতহাল ও নমুনা সংগ্রহ করি। পরে সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডলফিনটি অর্ধগলিত। সেটি কয়েক দিন আগে জালে আটকে মারা যেতে পারে।

হালদা গবেষক ড. শফিকুল আলম বলেন, বুধবার সকালে দিকে আজিমারঘাটের একটু নিচের দিকে পানিতে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩ দশমিক ৩৯০ কেজি। এই নিয়ে এই বছরে হালদায় তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে। মোট মৃত উদ্ধার করা ডলফিনের সংখ্যা ৪২টি। ডলফিনটি পচে যাওয়ায় এটি মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হালদার প্রতি আরও নজরদারি বাড়াতে হবে। এখনো বিভিন্ন স্থানে জাল বসানো হচ্ছে। এ কারণে জালে ডলফিন আটকে গিয়ে মারা যায়। শাখা খালের দিকে লক্ষ্য রাখতে হবে। শাখা খালের বিভিন্ন দূষিত বর্জ্য হালদায় এসে পানি দূষিত হয়।

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া

আজ দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের শহর ঢাকা, শীর্ষে উঠে এল বেইজিং

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্নতায় মানুষ ও প্রকৃতি

পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ঢাকার বাতাস

মধুপুর শালবনের ১৫০ একরে শালগাছ রোপণ করবে বন বিভাগ