হাটহাজারীর হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় একটি মরা অর্ধগলিত ডলফিন ভেসে উঠেছে। ডলফিনটি উদ্ধার করে সুরতহাল তথা নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে। উদ্ধার ডলফিনটির ওজন ১৩ কেজি ৪০০ গ্রাম। এর দৈর্ঘ্য ৩ ফুট ৯ ইঞ্চি।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টায় নদীর নিচের দিক থেকে জোয়ারের সময় ভেসে আজিমের ঘাটের দিকে আসছিল ডলফিনটি। এলাকার লোকজন সেটি দেখে আমাদের অফিসে খবর দেন। স্থানীয় ও আমাদের লোকজন দিয়ে বেলা ১২টায় ডলফিনটি উদ্ধার করে নদী পাড়ে তোলা হয়। পরে আমি এবং আমার লোকজন সেখানে গিয়ে ডলফিনটির সুরতহাল ও নমুনা সংগ্রহ করি। পরে সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডলফিনটি অর্ধগলিত। সেটি কয়েক দিন আগে জালে আটকে মারা যেতে পারে।
হালদা গবেষক ড. শফিকুল আলম বলেন, বুধবার সকালে দিকে আজিমারঘাটের একটু নিচের দিকে পানিতে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩ দশমিক ৩৯০ কেজি। এই নিয়ে এই বছরে হালদায় তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে। মোট মৃত উদ্ধার করা ডলফিনের সংখ্যা ৪২টি। ডলফিনটি পচে যাওয়ায় এটি মাটি চাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হালদার প্রতি আরও নজরদারি বাড়াতে হবে। এখনো বিভিন্ন স্থানে জাল বসানো হচ্ছে। এ কারণে জালে ডলফিন আটকে গিয়ে মারা যায়। শাখা খালের দিকে লক্ষ্য রাখতে হবে। শাখা খালের বিভিন্ন দূষিত বর্জ্য হালদায় এসে পানি দূষিত হয়।