হোম > পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১ মিনিটে রাজধানীর নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ব্যবধানে তা রূপ নেয় বজ্রসহ ঝোড়ো বাতাসে। আকাশে জমে কালো মেঘ। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস তো আগেই দেওয়া ছিল। সেটাও হচ্ছে এখন। এই সময়ে ঝোড়ো বৃষ্টি হয়, এখনো তাই হবে। তবে এই ঝড় বড় কোনো আকার নেবে না।’ 

শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকায় নগরবাসীর মনে শঙ্কা ছিল। অল্প বৃষ্টির কারণে ভ্যাপসা গরম হলে আরও বাজে অবস্থা হবে—এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিতম হোসেন। তিনি বলেন, ‘অল্প সময় বৃষ্টি হলে গরম বাড়বে। তখন আরও বেশি অস্বস্তি লাগবে।’ 

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সেই শঙ্কা কেটে যায়। অনেকেই প্রচণ্ড গরম থেকে সানন্দে নেমে যান বৃষ্টিতে ভিজতে। সায়েন্স ল্যাবে, আড়ংয়ের সামনে, এলিফ্যান্ট রোডে অনেককেই ভিজতে দেখা যায়। 

শেষ সময়ে ঈদের কেনাকাটা করতে এসে গরমে অস্থির সময়ে পার করা তন্বী নামের এক তরুণী সব ভুলে রাস্তায় নেমেছিলেন ভিজতে। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। যখন দেখলাম বৃষ্টি ঝরছে, তখন শরীর ভেজানোর লোভ সামলাতে পারিনি।’ 

এর আগে আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির তথ্য দেওয়া হয়। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস