Ajker Patrika
হোম > পরিবেশ

তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আগামী পাঁচ-ছয় দিন অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির সৃষ্টি হতে পারে। 

আজ রোববার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল শনিবার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, দেশে তাপপ্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পেয়েছে। এতে গরম যেমন বাড়ছে, তেমনি ঘাম হচ্ছে। 

এপ্রিলে এমন তীব্র তাপপ্রবাহ থাকলেও রাতে তাপমাত্রা কম ছিল। তবে গত সাত দিনে এমন ব্যতিক্রম অবস্থার কারণ হিসেবে এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিলে বাতাস প্রবাহের দিক ও মে মাসের শেষ দিকে বাতাস প্রবাহের দিকের পার্থক্য রয়েছে। সে সময়ে স্থলভাগের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে। তবে এখন সমুদ্র ভাগ থেকে বাতাস স্থলে প্রবাহিত হচ্ছে। স্থলভাগে এই প্রবাহ কম থাকায় জলীয় বাষ্পের আধিক্যও বৃদ্ধি পাচ্ছে। এতে স্থলভাগের রাতের তাপমাত্রাও বাড়ছে। 

এমন অবস্থা আরও তিন-চার দিন থাকতে পারে জানিয়ে গতকাল নাজমুল হক বলেছিলেন, সাধারণত এই সময়ে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এ মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। তখন সারা দেশে একযোগে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এখন কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও এতে তাপপ্রবাহের তেমন কোনো পার্থক্য আসবে না।

আজ ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, শীর্ষ দূষণের শহর বাগদাদ

৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত, হারানোর পথে ৩৯০ প্রজাতি

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া

আজ দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের শহর ঢাকা, শীর্ষে উঠে এল বেইজিং

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্নতায় মানুষ ও প্রকৃতি